পাংশায় নাট্যালোক’র উদ্যোগে বার্ষিক নাট্যোৎসব সম্পন্ন

মোক্তার হোসেন || ২০২১-১২-২৩ ১৪:৪৪:৫৯

image

রাজবাড়ী জেলার পাংশার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক’র উদ্যোগে ৪দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসব-২০২১ সম্পন্ন হয়েছে। গত ২০ শে ডিসেম্বর পাংশা পৌরসভা মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে গত ১৭ই ডিসেম্বর রাতে নাট্যোৎসব শুরু হয়।

জানা যায়, এবারে মায়ের চোখে জল, সংসার কেন ভাঙে, জেল থেকে বলছি ও বাগদত্তা নাটক মঞ্চায়িত হয়।

  সঞ্জীব কুমার কুন্ডু, বিকাশ বসু, লিটু করিম, মুকুল কুন্ডু, চৈতন্য বসাক, হিমাংশু কুন্ডু রকেট, দিলীপ চক্রবর্তী, আরিফ খান, দেবশীষ কুন্ডু, মনির হোসেন, শ্যামল সিকদার, শামিম সাগর জয়নাল ইসলাম, রতন মাহমুদ, খন্দকার হাফিজ, আশিক আয়নাল, সত্য চক্রবর্তী, পূরবী সরকার, শীলা ভট্টাচার্য, মমতা পন্ডিত, লক্ষèী ভট্টাচার্য, মুক্তা বিশ্বাস ও শিশু শিল্পী অহনা কুন্ডু মঞ্চে অভিনয় করেন। নাট্য নির্দেশনায় ছিলেন- লিটু করিম ও এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু।

  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাট্যালোকের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু। নাট্যালোকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাট্যোৎসবে সহযোগিতা প্রদান করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com