ঘন কুয়াশার কারণে গত ২২শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে গতকাল ২৩শে ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত টানা ১০ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী সার্ভিস চালু হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ১২টা থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে ১০টা থেকে পুনরায় ফেরী চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। কনকনে শীতের মধ্যে দীর্ঘ সময় আটকে থাকায় যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য) খোরশেদ আলম বলেন, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে কুয়াশা করে পরিস্থিতি স্বাভাবিক হলে ১০টা থেকে পুনরায় ফেরী চলাচল শুরু হয়। বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরী দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com