গোয়ালন্দে মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২১-১২-২৮ ১৪:০৮:০৮

image

গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত ‘মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২৮শে ডিসেম্বর বিকালে গোয়ালন্দের কামরুল ইসলাম কলেজের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্থানীয় দুরন্ত ক্রিকেট একাদশ ৬ উইকেটে ইয়াং রেঞ্জার্স দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় আকাশ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইয়াং রেঞ্জার্সের শাকিল। 

  ফাইনাল খেলায় অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, এফ কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ফকীর আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা কমিটির সভাপতি ইব্রাহিম সরদার, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, চলতি বছরের ১৭ই জানুয়ারী থেকে শুরু হওয়া মুজিব শতবর্ষ টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com