রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ ফাইজার ভ্যাক্সিন প্রদান শুরু হয়েছে।
গতকাল ২৮শে ডিসেম্বর পাংশা হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নুজহাত সুলতানা, ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ কামাল হোসেন, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, টিকা প্রদান টিমের সদস্য, স্টাফ নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিন জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ ফাইজার ভ্যাক্সিন প্রদান শুরু হয়েছে।
প্রথম দিনে ৬শ জনের লক্ষ্যমাত্রা থাকলেও ৬৫৮ জন শিক্ষার্থীর মাঝে টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণের জন্য শিক্ষার্থীরা হাসপাতাল চত্বরে সুশৃংখল ভাবে লাইনে দাঁড়ায়। পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের টিকা প্রদানের জন্য ৫টি বুথ স্থাপন করা হয়েছে। প্রথম দিনে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা কোভিড-১৯ ফাইজার ভ্যাক্সিন গ্রহণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com