সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভা গতকাল ২৮শে ডিসেম্বর বিকালে জাতীয় সংসদ ভবনস্থ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীসহ অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভার আলোচ্য সূচীর মধ্যে ছিল- বিগত ২১তম সভার কার্যবিবরণী অনুমোদন ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ, কমিটি কর্তৃক গঠিত ২নং সাব কমিটির ৬৪টি জেলার জেলা শিল্পকলা একাডেমীর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে দাখিলকৃত প্রতিবেদনের উপরে আলোচনা ইত্যাদি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com