মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণের জন্য মাঠ পর্যায়ে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও দিক-নির্দেশনা প্রদান এবং জুন, ২০২৩ সালের মধ্যে ২লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনকল্পে সময়াবদ্ধ কর্ম-পরিকল্পনা প্রণয়ন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে গতকাল ২৯শে ডিসেম্বর বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে (২য় তলা) সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ নিজ নিজ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাহাবুর রহমান শেখ প্রমুখ উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com