চুম্বক দিয়ে লোহা কুড়িয়ে প্রতিবন্ধী মেয়ে ও নিজের পেট চালান বৃদ্ধা আফরোজা

হেলাল মাহমুদ || ২০২১-১২-৩০ ১৪:৩৮:২৮

image

প্রতিবন্ধী মেয়ের ও নিজের পেট চালাতে চুম্বক দিয়ে লোহা কুড়ানোর অভিনব পেশা বেছে নিয়েছেন বৃদ্ধা আফরোজা বেগম। দড়ি (রশি)’র সাথে চুম্বক বেঁধে চিকন-ক্ষুদ্র লোহা কুড়িয়ে যা আয় হয় তাই কেনরকমে চলে তাদের। 
  রাজবাড়ী শহরের প্রেসক্লাব এলাকায় লোহা কুড়ানোর সময় কথা হয় তার সাথে। অসহায় বৃদ্ধা আফরোজা বেগম বলেন, তার একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে। তারা থাকেন রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুলতলা এলাকায়। মা-মেয়ে দু’জনের খাবার জোগাড় করার জন্য প্রতিদিন ভোরে তিনি বাড়ী থেকে বের হন। লোহা কুড়িয়ে সেগুলো বিক্রি করে সংসার চলে তাদের। গ্রীলের দোকান, ব্যানার-সাইনবোর্ড লেখার দোকানগুলোসহ বিভিন্ন জায়গা থেকে লোহা কুড়ান। চিকন-ক্ষুদ্র লোহাগুলো কুড়িয়ে প্রথমে একটি পোটলার মধ্যে ভরেন। পরে ভাঙ্গুরীর দোকানে নিয়ে ১৫/২০ টাকা কেজি দরে বিক্রি করেন। সেখান থেকে যে টাকা আয় হয় তাই দিয়ে চাল-ডাল কিনে কোন রকমে সংসার চালান।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com