রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন রাজবাড়ী সদর থানার সাবেক ওসি স্বপন কুমার মজুমদার।
গত ২৯শে ডিসেম্বর বিকালে তিনি গোয়ালন্দ ঘাট থানার ওসি’র দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তাকে গত ১৬ই জুন তাকে রাজবাড়ী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে লাইন ওয়ার করে রাখা হয়েছিল।
জানা গেছে, নবাগত ওসি স্বপন কুমার মজুমদার ১৯৯৮ সালে তিনি উপ-পরিদর্শক(এসআই) পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল চাঁদপুর জেলা। এরপর তিনি বরিশাল, খুলনা ও সিএমপি’তে চাকরী করেন। ২০১১ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক(ইন্সপেক্টর) হয়ে কক্সবাজার জেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা, চাঁদপুর জেলায় ছিলেন। সর্বশেষ চাঁদপুর থেকে রাজবাড়ী জেলা পুলিশে বদলী হয়ে আসেন। তার বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি ২পুত্র সন্তানের জনক।
দায়িত্ব গ্রহণের পর তিনি সমন্বিত প্রচেষ্টায় গোয়ালন্দ ঘাট থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com