রাজবাড়ীতে জাতীয় কবির বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার || ২০২১-১২-৩১ ১৬:৪১:০৩

image

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান গতকাল ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। 

  সংগঠনের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, অংকুর স্কুল কলেজের শিক্ষক সরোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’-এর সভাপতি আতোয়ার হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

  বক্তাগণ বিদ্রোহী কবিতার শতবর্ষের উপর আলোচনাসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরেন।  

  অনুষ্ঠানে সহকারী অধ্যাপক এবিএম আলমগীর মিয়া, প্রভাষক সুরজিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক শাহ মুজতবা রশীদ আল কামাল, শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক গোলাম মোর্তজা সাগর, কবি ও কথাসাহিত্যিক ইউসুফ বাশার আকাশ, শিশু শিল্পী স্নিগ্ধা বিদ্রোহীসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যান্য কবিতা আবৃত্তি করেন এবং মামুন শিল্পী গোষ্ঠী, দোলন চাপা সঙ্গীতাঙ্গন ও আপন শিল্প গোষ্ঠীর শিল্পীসহ স্থানীয় শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন। 

  এছাড়াও অনুষ্ঠানে অংকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, প্রফেসর আনিসুর রহমান খোকন, শিক্ষক ফারহানা মিনি, নাট্যকার অজয় দাস তালুকদার, জান্নাতুল ফেরদৌস মিমি, নাট্য নির্দেশক উচ্ছাস কুমার ঘোষ ও রেজওয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com