মধুখালীস্থ ফরিদপুর চিনিকলে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন

মাহবুব হোসেন পিয়াল || ২০২১-১২-৩১ ১৬:৪৫:১৮

image

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ৩১শে ডিসেম্বর বিকালে চিনিকল প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, বিএসএফআইসি’র কর্মকর্তা রফিকুল ইসলাম, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি সফিকুল ইসলাম খানসহ মিলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও আখ চাষীরা উপস্থিত ছিলেন। 

  মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বোয়ালমারীর ডোবরার পীর মাওলানা ওবায়েদ বিন নাসের। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়। 

  চিনিকল সূত্রে জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমের ৪০ দিনে ২ হাজার ৭৪৪ একর জমির ৪১ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com