রাজবাড়ীতে করোনার টিকার বুস্টার ডোজ দেয়া শুরু আজ

স্টাফ রিপোর্টার || ২০২১-১২-৩১ ১৬:৪৫:৪৫

image

আজ ১লা জানুয়ারী থেকে রাজবাড়ীতে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে। 

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, জেলার সকল স্থায়ী টিকাদান কেন্দ্রে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে) এই বুস্টার ডোজ প্রদান করা হবে। ৬০ বয়োসোর্ধ্ব জনগোষ্ঠী, প্রবাসী কর্মী এবং সম্মুখসারীর লোকজন যারা ইতিমধ্যে টিকার ২টি ডোজ নিয়েছেন এবং ২য় ডোজ গ্রহণের ৬ মাস অতিক্রান্ত হয়েছে তারা এসএমএম প্রাপ্তি সাপেক্ষে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। পূর্বে যে কেন্দ্র থেকে ২ ডোজ টিকা গ্রহণ করা হয়েছে সেখান থেকেই বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। বুস্টার ডোজের জন্য এসএমএস প্রাপ্তির পর সুরক্ষা অ্যাপস থেকে পুনরায় টিকাকার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং টিকা গ্রহণের সময় সেটি প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com