দৌলতদিয়ায় আটক ৫ হেরোইনসেবীর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাস করে জেল

মইনুল হক মৃধা || ২০২২-০১-০১ ১৩:৫৭:১৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় আটক ৫জন হেরোইনসেবীকে ৩ মাস করে বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ১লা জানুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে হেরোইন সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে। পরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম জেল প্রদান করেন। প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান। সাজাপ্রাপ্ত হেরোইনসেবীরা হলো- উত্তর দৌলতদিয়া গ্রামের লিয়াকত কাজীর ছেলে হেদায়েত কাজী(৩৫), বাহিরচর দৌলতদিয়া গ্রামের আলী নূর হোসেনের সাফায়াত হোসেন জয়(৩০), কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন চর খলসি গ্রামের বজর শেখের ছেলে ইমদাদুল শেখ ও বদর উদ্দিন শেখের ছেলে রফিকুল শেখ(৪৫) এবং ফরিদপুরের ঈশান গোপালপুরের আলী শেখের ছেলে ইমামুল শেখ(২১)। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com