মাওয়া ঘাট বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত ট্রাক

হেলাল মাহমুদ || ২০২০-০৭-০২ ১৬:৪৩:২৯

image

গত ১লা জুলাই থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে। 
  গতকাল ২রা জুলাই সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ছেড়ে আসা ট্রাকগুলো ঘাট এলাকা থেকে মহাসড়কের অনেকদূর পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছি। দীর্ঘ সময় আটকে থাকার কারণে ট্রাকগুলোর চালক ও শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খুলনা থেকে আসা গ্যাসের সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের চালক রাসেল বলেন, রাতে ঘাটে এসে আটকে আছি। জানি না কখন ফেরীর নাগাল পাব। 
  বিআইডবিøউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরী চলাচল করলেও মাওয়া ঘাট বন্ধ থাকার কারণে গাড়ীর চাপ পড়েছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com