২৩তম জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২২-০১-০২ ১৪:১৫:৫৬

image

২৩তম জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে ‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২রা জানুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অন্যান্য অতিথিদের মধ্যে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ জহুরা, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হোসেন এবং সভা সঞ্চালনা শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান। 

  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সংবিধান অনুযায়ী সামাজিক নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এসডিজি বাস্তবায়ন করতে যাচ্ছি। যেহেতু সমাজের সব জায়গার সব মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি সেহেতু বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সরকারের সাহায্যের আওতায় এসেছে। পৃথিবীর যে কোন দেশ এখন আমাদের ছোট্ট এই বাংলাদেশের উন্নয়ন দেখে আশ্চর্য হয়ে যায়। স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। আমরা স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হবো। বর্তমানে রাজবাড়ী জেলায় ১ লক্ষ ১৮ হাজার ৭৩৮ জন সরকারী বিভিন্ন ধরনের ভাতার আওতায় এসেছে। সরকার প্রতি বছরই সুবিধাভোগী ও ভাতার পরিমাণ বৃদ্ধি করছে। 

  আলোচনা সভার শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সমাজসেবা বিভাগের কয়েকজন কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান এবং প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com