শপথ নিলেন কালুখালী ও বালিয়াকান্দির নবনির্বাচিত ১৪ জন ইউপি চেয়ারম্যান

আসাদুজ্জামান নুর || ২০২২-০১-০২ ১৪:১৬:৪০

image

তৃতীয় ধাপে গত ২৮শে নভেম্বর অনুষ্ঠিত রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ৭টি করে ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছে।

  জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার আয়োজনে গতকাল ২রা জানুয়ারী বিকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ পাঠ করান। 

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও ভারপ্রাপ্ত ডিডিএলজি মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

  এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, কালুখালীর রতনদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও মদাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

  জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি বিভাগ। ইউনিয়নের আইন-শৃঙ্খলাসহ উন্নয়নমূলক সকল কাজ ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বের মধ্য পড়ে। কাজেই আজকে যারা শপথ গ্রহণ করলেন তারা ইউনিয়নবাসীর সেবায় কাজ করে যাবেন। কে ভোট দিয়েছে, কে দেয় নাই-সেটা মনে রাখবেন না। আপনারা এখন ইউনিয়নের সকল জনগণের চেয়ারম্যান। আইন-শৃঙ্খলার যে মিটিংগুলো আছে সেগুলো নিয়মিত করবেন। মেয়াদের ৫বছর প্রতিটি ওয়ার্ডে সুষমভাবে স্বচ্ছতার সাথে  কাজ। এমন কাজ করবেন যেন পরবর্তীতে সবাই আপনাদেরকে মনে রাখে। জন্ম-মৃত্যু নিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করবেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করলে দেশ কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবে। 

   উল্লেখ্য, শপথ গ্রহণকারী নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ হলেন- কালুখালী উপজেলার মদাপুর ইউপির মিজানুর রহমান মজুন, রতনদিয়া ইউপির মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মাঝবাড়ী ইউপির কাজী শরিফুল ইসলাম, বোয়ালিয়া ইউপির মোঃ রফিকুল ইসলাম, সাওরাইল ঝইউপির মোঃ শহিদুল ইসলাম আলী, মৃগী ইউপির এম.এ মতিন ও কালিকাপুর ইউপির আতিউর রহমান নবাব(বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

  বালিয়াকান্দি উপজেলার সদর ইউপির মোঃ আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউপির মোঃ বাদশা আলমগীর, বহরপুর ইউপির মোঃ রেজাউল করিম, জামালপুর ইউপির একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, ইসলামপুর ইউপির আহম্মদ আলী, জঙ্গল ইউপির কল্লোল বসু ও নারুয়া ইউপির মোঃ জহুরুল ইসলাম। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com