দুর্বিনীত করোনা

ডাঃ সুনীল কুমার বিশ্বাস || ২০২০-০৭-০৩ ১৪:৩৯:৩১

image

মা ছাড়া ভব-সংসারে তার, কেউ তো ছিল না আর

বাপটা তাহার সেই কবেই তো চলে গেছেন না ফেরার দেশে
সেই মাকেও নিয়ে গেল শেষে নৃশংস করোনা কিবা তার অধিকার।
অসহায় হয়ে গেল বেচারা ছেলেটি এবার
আপন বলিতে জগৎ সংসারে রহিল না কেহ তার
হে বিধাতা তোমার রাজ্যে এ কি অবিচার !
এমনি করে ছারখার হলো অগণিত সংসার
মানুষ বাঁচাবে বলে যুদ্ধে নেমেছিল শত শত ডাক্তার
তাদেরও তুমি ক্ষমা করোনি এ কি তবো কারবার।
মেরেছো ডাক্তার, পুলিশ, ব্যাংকার আর শত শত করোনা যোদ্ধা
আরো আছে কত অফিস কর্তা, বুদ্ধিজীবী, কৃষক শ্রমিক ভাই
সুদে-আসলে হিসাব দিতে হবে হে দুর্বিনীত করোনা বোদ্ধা।
ইতালি, স্পেন, ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিলের কী করেছো দশা
আরও  কত দেশ আছে জ্ঞানে-বিজ্ঞানে সেরা
তাদেরও তুমি নিঃস্ব করেছো, পাচ্ছে না পথের দিশা।
অত্যাচারী রাজাকেও মানুষ অবলীলায় করেছে উৎখাত
তুমি তো কোন্ ছার অনুজীব, করোনা ভাইরাস
মানুষ তোমাকেও ছাড়িবে না, তুমি অচিরেই হবে কুপোকাত।
আবিষ্কার হয়েছে বহু প্রতিক্ষিত করোনার ভ্যাকসিন
সফল হয়েছে পরীক্ষা-নিরীক্ষা বিপনন শুধু বাঁকি
বাঁচার আশায় মানুষ এখন গুণছে শুধুই দিন।
ভ্যাকসিন নিলে আর কোন ভয় থাকবে না হে করোনা সর্বনাশী
তোমার আনাগোনা বন্ধ হবে এবার হে উন্মাদ,
মানুষের আছে যে এক, শক্তি অবিনাশী।
(কবি পরিচিতি ঃ রাজবাড়ীর বিশিষ্ট একজন চিকিৎসক এবং সাংস্কৃতিক 
সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সভাপতি।)

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com