ঘন কুয়াশার মধ্যে ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার

মইনুল হক মৃধা || ২০২২-০১-০৬ ১৪:৪১:৫৩

image

ঘন কুয়াশার জন্য ফেরী চলাচল বন্ধ থাকার সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ইঞ্জিন চালিত ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশংকা বিরাজ করছে। 
  গতকাল ৬ই জানুয়ারী সকাল ৭টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটের পাল্টুুন থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে একের পর এক ট্রলার ছেড়ে যাচ্ছে। একইভাবে পাটুরিয়া থেকে যাত্রী বোঝাই করে আসা ইঞ্জিন চালিত ট্রলারও দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। এ সময় ঘাট এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি। কোন বাঁধা-বিপত্তি ছাড়াই যাত্রীদের ডেকে ট্রলারে ওঠানো হচ্ছে। জনপ্রতি ভাড়া নেয়া হচ্ছে ১শত টাকা করে। ফেরী চলাচল বন্ধ থাকায় তর সইতে না পেরে যাত্রীরাও ঝুঁকির কথা চিন্তা না করে ট্রলারে উঠছে। 
  এ ব্যাপারে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সচেষ্ট রয়েছি। ট্রলার চলাচল করার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মাঝে-মধ্যে আমাদের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে যাত্রী পারাপার করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com