রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিলকিছ বানু।
গত ৫ই জানুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার কলিমহর ইউপির নির্বাচনে নৌকা প্রতীকে ৩ হাজার ৯১২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ৬জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিধান কুমার বিশ্বাস আনারস প্রতীকে ৩ হাজার ৪৫৮ভোট পান।
জানা যায়, নবনির্বাচিত কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানুর স্বামী আব্দুল জলিল মন্ডল ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি শারীরিক ভাবে অসুস্থ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান বিলকিছ বানু। দলীয় নেতাকর্মীরা বিলকিছ বানুর নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন। বিলকিছ বানুসহ মোট ৭জন চেয়ারম্যান প্রার্থী কলিমহর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী ৬জন চেয়ারম্যান প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নবনির্বাচিত নারী ইউপি চেয়ারম্যান বিলকিছ বানুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com