করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও উপকূলীয় এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতিতে আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
এরই ধারাবাহিকতায় গতকাল ৩রা জুলাইও তারা বৃহত্তর যশোর অঞ্চলের জেলাগুলোর জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিষ্ঠার সাথে দুর্গত মানুষের বাড়ীতে বাড়ীতে খাদ্য সহায়তা পৌঁছে দেয়। এর পাশাপাশি বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে লকডাউন কার্যকর ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও সরকারী সকল নির্দেশনার বাস্তবায়ন, গণপরিবহন মনিটরিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিতকরণসহ তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে, আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রার বেড়ীবাঁধ মেরামতের কাজ দ্রুত এগিয়ে নেয়া, সুপেয় পানি বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী মেরামত করে দেয়াসহ তাদের বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com