এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে গোয়ালন্দে ১৬শতাধিক কম্বল বিতরণ

মইনুল হক মৃধা || ২০২২-০১-০৬ ১৪:৪৬:৫৭

image

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৬ই জানুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হাই স্কুলসহ উপজেলার বিভিন্ন স্থানে ১৬শতাধিক দুস্থ-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
  দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
  এছাড়াও অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম ও জেলা মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, দৌলতদিয়ার পর সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী উজানচর ইউনিয়নে গিয়ে সেখানকার দুস্থ-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com