নতুন করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বে পূর্বের রেকর্ড ভেঙেছে

আন্তর্জাতিক ডেস্ক || ২০২২-০১-০৭ ১৩:৫৩:২৪

image

বিশ্বে গত ২৪ ঘন্টায় ২৬ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে যা পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে। 

  বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে গত বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলা হয়েছে, পুরো মহামারিকালে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ। 

  ‘হু’ বলছে, করোনায় আক্রান্ত হয়েছে ২৯ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮০৯ জন। মারা গেছে ৫৪ লাখ ৬২ হাজার ৬৩১ জন। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ২৬ লাখ ১৮ হাজার ১৩০ জন। মৃতের সংখ্যা বাড়ছে আট হাজার ১৬৮ জন করে। 

  আক্রান্তের অধিকাংশ সংখ্যাই যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৩২৭ জন। এর পরই অবস্থান ভারতের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জন। ব্রাজিলে দুই কোটি ২৩ লাখ ২৩ হাজার ৮৩৭ এবং যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com