কসবামাজাইল ইউপি’তে পরাজিতদের হামলায় বিজয়ী চেয়ারম্যানের ৭জন সমর্থক হাসপাতালে

স্টাফ রিপোর্টার || ২০২২-০১-০৯ ১৪:৩৬:২৮

image

পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও তার লোকজনের হামলায় পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির বিজয়ী চেয়ারম্যানের ৭জন সমর্থক আহত হয়েছে। 
  গত ৭ই জানুয়ারী বিকালে কসবামাজাইল বাজারের ৩রাস্তার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মারপিটের শিকার কসবামাজাইল ইউনিয়নের ডেমনামারা গ্রামের ওহিদুল সরদার বাদী হয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী রাকিবুল বিশ্বাসসহ ৪৫জনকে আসামী করে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারনামীয় ২জন আসামীকে গ্রেফতার করেছে।
  গ্রেফতারকৃতরা হলো ঃ কসবামাজাইল ইউনিয়নের দিঘলহাট গ্রামের জিয়া মন্ডলের ছেলে আব্দুল মান্নান মন্ডল এবং ছাত্তার শিকদারের ছেলে শাহিন শিকদার। গত ৮ই জানুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 
  মামলায় উল্লেখ করা হয়, বিজয়ী চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফলের ৭জন সমর্থক ঘটনাস্থলে অবস্থানের সময় পরাজিত চেয়ারম্যান রাকিবুল বিশ্বাস ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। তাদের হামলায় ওহিদুল সরদার, মতিকুল ইসলাম, মুকুল মন্ডল, মনোয়ার, খায়রুজ্জামান, জিকু খান, মোসলেম মন্ডল ও আওয়াল আহত হয়। তাদেরকে মারপিটের পাশাপাশি ৩টি মোটর সাইকেল ভাংচুর করা হয় এবং আওয়ালের বসতবাড়ীতে হামলা করে ভাংচুর ও লুটপাট করা হয়। আহতদের মধ্যে মোসলেম মন্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com