গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় স্থানীয় এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)-এর উদ্যোগে গতকাল ১২ই জানুয়ারী দুপুরে দৌলতদিয়াস্থ কেকেএস শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কেকেএসের নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার(শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, অন্যান্যের মধ্যে সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ফিরোজা খাতুন, ওহিয়ার রহমান, দৌলতদিয়ার যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বিতরণকৃত শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণগুলোর মধ্যে ছিল শিক্ষার্থী প্রতি ১টি করে স্কুল ব্যাগ, ২টি করে সাবান এবং শিক্ষা প্রতিষ্ঠানপ্রতি ১টি করে বুক সেলফ, ১টি করে মতামত ও পরামর্শ বাক্স, শ্রেণী ভিত্তিক গল্পের বই, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রভৃতি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com