কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন কুমার দত্ত(৬৬) আর নেই।
গত ১৫ই জানুয়ারী দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। গতকাল ১৬ই জানুয়ারী দুপুরে রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের সার্বজনীন মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়।
উল্লেখ্য, প্রয়াত তপন কুমার দত্ত চিরকুমার (অবিবাহিত) ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ভাই ও ২ বোনসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com