গোয়ালন্দে সরকারীভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় উদ্বোধন

আবুল হোসেন || ২০২০-০৭-০৪ ১৪:৩৩:৫৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে সরকারীভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 
  গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গতকাল ৪ঠা জুলাই দুপুরে গোয়ালন্দ খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু। এ সময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, গোয়ালন্দ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান জানান, উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে লটারীর মাধ্যমে নির্বাচন করা ৩৩৬ জন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি বা ১ হাজার ৪০ টাকা মণ দরে ৩৩৬ মেট্রিক টন (১হাজার কেজিতে ১ টন) ধান ক্রয় করা হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com