পাংশায় ব্লাড ব্যাংকের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

মোক্তার হোসেন || ২০২২-০১-১৭ ১৩:২২:৩৪

image

বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা সুরক্ষা সামগ্রী ও জাতীয় পতাকা বিতরণ করার ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে ‘ব্লাড ব্যাংক পাংশা’। 
  গতকাল ১৭ই জানুয়ারী সকালে পাংশার সৈয়দ বায়তুল্লা কিন্ডার গার্টেন স্কুলে জাতীয় পতাকা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রমী এ কর্মসূচি নেওয়া হয়েছে।
  জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় সৈয়দ বায়তুল্লা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন বাদশা ও প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর ই আলম ইমরোজের হাতে জাতীয় পতাকা এবং হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও লিকুইড হ্যান্ড ওয়াশ প্রদান করেন ব্লাড ব্যাংক পাংশার মডারেটর তারেক মাহমুদ সোহাগ। এ সময় সংস্থার এডমিন ও প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম খান পলাশসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  সংস্থার এডমিন ও প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম খান পলাশ জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সঠিক রঙের ও সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহারে উদ্বুদ্ধকরণে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে করোনা সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com