ফেরী স্বল্পতার কারণে পারাপার ব্যাহত দৌলতদিয়ায় ৬ কিলোমিটার যানজট

মইনুল হক মৃধা || ২০২২-০১-১৮ ১৩:২০:২৬

image

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আটকে থাকছে শত শত পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। 
  গতকাল ১৮ই জানুয়ারী সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার জুড়ে আটকে থাকা ৬শতাধিকপণ্যবাহী ট্রাক-কভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনের সারি। এসব যানবাহনগুলোকে ফেরীর নাগাল পেতে ২০-২৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে যানবাহনগুলোর চালক-শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর পাশাপাশি দৌলতদিয়া ঘাটের উপর চাপ কমাতে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী সদরের দিকে কল্যাণপুর পর্যন্ত আরও ২শতাধিক পণ্যবাহী ট্রাক-কভার্ড ভ্যান আটকে রেখেছে ট্রাফিক পুলিশ। এসব যানবাহনগুলোর চালক-শ্রমিকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।   
  দৌলতদিয়া ঘাট এলাকায় সিরিয়ালে আটকে থাকা ১টি ট্রাকের চালক ইব্রাহিম শেখ বলেন, আমি গত রাত ৩ টার দিকে ঘাটে এসে আটকা পড়েছি। কখন ফেরীতে উঠতে পারবো জানি না। আমাদেরকে এই ভোগান্তি সইতেই হবে-এটাই যেন নিয়তি। 
  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, হঠাৎ করে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। গত রাতে ২টা ফেরীতে যান্ত্রিক সমস্যা হওয়ায় চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে। বর্তমানে ১৬টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com