রাজবাড়ীর ড্রাই আইস ফ্যাক্টারী সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২২-০১-২০ ১৪:৫৬:২০

image

বছরের পর বছর অবহেলিত থাকার পর অবশেষে তিনতলা হচ্ছে রাজবাড়ী পৌরসভার ড্রাই আইস ফ্যাক্টারী(উত্তর ভবানীপুর) এলাকার শ্রী শ্রী সার্বজনীন অক্ষয় কালী মন্দির। ইতোমধ্যেই নিচতলার কাজ সম্পন্ন হয়ে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। 
  গতকাল ২০শে জানুয়ারী সকালে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।
  এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাস, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি সুশীল দত্ত তাপস, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, শ্রী শ্রী সার্বজনীন অক্ষয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক দেবব্রত দে(বাদল), সহ-সভাপতি উত্তম কুমার সাহা, চঞ্চল কুমার দে, যুগ্ম সম্পাদক রিপন মন্ডল, নিরাপদ পোদ্দার, তীর্থ কুমার কুন্ডু, দীপ কুমার নাগ, গঙ্গাপ্রসাদপুর রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাাদক বাবু মহাদেব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
  জানা যায়, শ্রী শ্রী সার্বজনীন অক্ষয় কালী মন্দিরটি রাজবাড়ী পৌর শহরের মধ্যে হলেও মন্দিরটি বছরের পর বছর অবহেলিত ছিল। ৩৭ বছর ধরে কোন কমিটিই ছিল না মন্দিরটিতে। ২০২১ সালে নতুন কমিটি হলে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন দেবব্রত দে বাদল। সিদ্ধান্ত হয় অবহেলিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন করার। তবে এতে বাধ সাধে এলাকার কেউ কেউ। বাধা পর্যন্ত দেওয়া হয় অবকাঠামো উন্নয়নে। শেষ পর্যন্ত সকল বাধা অতিক্রম করে মন্দিরটির সাধারণ সম্পাদক দেব্রবত দে বাদল ও সহ-সভাপতি উত্তম কুমার সাহার সার্বিক প্রচেষ্টায় দৃশ্যমান হয় মন্দিরটির অবকাঠামো উন্নয়ন।
  মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল জানান, বছরের পর বছর অবহেলিত থাকার পর আমরা উদ্যোগ নিই মন্দিরটির অবকাঠামো উন্নয়ন করার। শুরুতে নানা বাধা বিপত্তি ও নানা সমস্যা ছিল। এসব বাধা বিপত্তি ও সমস্যা পেরিয়ে মন্দিরটির প্রথম তলার কাজ শেষ হয়েছে। অনেকেই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মন্দিরটিতে। আমিও ব্যক্তিগতভাবে ৫ লক্ষ টাকা সহযোগিতা করেছি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আমি এটি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com