রাজবাড়ী শহরের কলেজ পাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২২-০১-২২ ১৩:৫৪:০৪

image

রাজবাড়ী শহরের কলেজ পাড়ায় গত ২১শে জানুয়ারী বিকালে বনানী সংঘ আয়োজিত মরহুম মোয়াজ্জেম হোসেন স্বপন-রেজাউল করিম শিমুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। 
  পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বিশেষ অতিথি হিসেবে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনানী সংঘের সভাপতি মোকসেদ আলী আনসারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন ও রনজু আহমেদ। এ সময় সাবেক কাউন্সিলর আরবান আলী ও রাজবাড়ী বাজারের ব্যবসায়ী সালেহীন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com