রাজবাড়ী ডিবি’র একটি দল গত ২৫শে জানুয়ারী রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ফেরীতে ট্রাক পারাপারের দালাল চক্রের ১১জন সদস্যকে আটক করে।
পরে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
দন্ডিত দালালরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারের পাড়ার মাজেদ বেপারী(৪২) ও সোহান(২২), সিদ্দিক কাজীর পাড়ার আঃ মান্নান কাজী(৩২), মজিদ শেখের পাড়ার শাহিন মন্ডল(৩১), হাতেম মন্ডলের পাড়ার সুলতান মন্ডল(৩৫) ও সবুজ মোল্লা(৩১), ফেলু মোল্লার পাড়ার আল আমিন শেখ(২৩), সিদ্দিক কাজীর পাড়ার আফজাল ফকির(২২), নুরু মন্ডলের পাড়ার ফিরোজ প্রামানিক(২৫), বাহিরচর গ্রামের লিটন শেখ(২৪) এবং আইনদ্দিন বেপারীর পাড়ার শহিদুল ইসলাম(৩৮)।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com