ইসলামিক ফাউন্ডেশনের গোয়ালন্দ উপজেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৬শে জানুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান ও বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ উপজেলা ইমাম কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ভূমিকা রাখছে। আগামীতেও তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করে যাবেন। এছাড়াও কর্মশালা থেকে করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গোয়ালন্দ উপজেলার প্রতিটি মসজিদে জনসচেতনতামূলক আলোচনা করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com