রাজবাড়ী জেলার গোয়ালন্দে মরা পদ্মা নদীর পানিতে ডুবে মাইসা(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল ২৯শে জানুয়ারী বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাইসা গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের বদিউজ্জামান বেপারীর পাড়ার সাইকেল-রিক্সার মেকার করিম খানের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ইঞ্জিঃ জুয়েল বাহাদুর প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, বিকালে এলাকার কয়েকটি শিশু মরা পদ্মা নদীর কাছাকাছি খোলা জায়গায় পিকনিক করছিল। এ সময় বড় ভাই-বোনদের সাথে শিশু মাইসাও সেখানে যায়। অন্যরা পিকনিকের রান্না ও আনন্দে ব্যস্ত থাকার সময় মাইসা নদীর পাশে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। কয়েকটি শিশু টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা মাইসাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সে মারা যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা গিয়েছিল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com