পাংশায় ডাকুরিয়া মহাশ্মশানে আধুনিক গণশৌচাগার ভবন নির্মাণ কাজ শুরু

মোক্তার হোসেন || ২০২২-০২-০২ ১৪:১৫:৫৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির ডাকুরিয়া মহাশ্মশানে গতকাল বুধবার ২রা ফেব্রুয়ারী আধুনিক মানসম্পন্ন গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

  পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকুরিয়া মহাশ্মশানে আধুনিক মানের গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

  জানা যায়, ডাকুরিয়া মহাশ্মশানের উন্নয়ন কর্মকান্ডে আওয়ামী লীগ নেতা দীপক কুন্ডু তার স্বর্গীয় পিতা মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা দিলীপ কুন্ডু(দিলীপ সাধু) এবং মাতা কল্পনা কুন্ডুর স্মৃতি রক্ষার্থে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান দিয়েছেন। সেই অনুদানের অর্থে মহাশ্মশানের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে সেখানে আধুনিক মানসম্পন্ন গণশৌচাগার ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং তারই ধারাবাহিকতায় বুধবার গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে শ্মশান কমিটি। 

  ডাকুরিয়া মহাশ্মশানের সভাপতি গৌর গোপাল চৌধুরী (বাবুল চৌধুরী)’র সভাপতিত্বে গণশৌচাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে, পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুন্ডু, মাছপাড়া কলেজের সহকারী অধ্যাপক আশীষ কুমার বর্ধন, দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস ও শ্যামল কুমার দাস, ডাকুরিয়া মহাশ্মশানের সাধারণ সম্পাদক প্রণয় কুমার অধিকারী মনিসহ শ্মশান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com