বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং তিতাস দারিদ্র মোচন উন্নয়ন সংস্থা কর্তৃক রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ৩রা ফেব্রুয়ারী বিনামূল্যে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিলশ্যামসুন্দরপুর মনিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিতাস দারিদ্র মোচন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কবির হোসেনের সভাপতিত্বে এবং চন্দ্রমুখী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসির উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও রাজবাড়ী উন্নয়ন সংস্থা(রাস) এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, অন্যান্য অতিথিদের মধ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ রানা ও কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে এলাকার দরিদ্র-অসহায় ১৭টি পরিবারের মধ্যে ২টি করে মোট ৩৪টি ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com