বালিয়াকান্দিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২২-০২-০৫ ১৩:৪১:৩৫

image

সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়ীত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ৫ই ফেব্রুয়ারী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

  সকালে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুরা বিদ্যাচর্চার সূচনা করছেন। ভক্তরা দেবীর চরণে অঞ্জলী দিয়ে জ্ঞান বৃদ্ধির জন্য আরাধনা করছেন। 

  বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সন্ধি ঘোষ বলেন, মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি-যেন আমরা সব শিক্ষার্থীরা করোনাকে পাশ কাটিয়ে আগের মতো স্কুলে যেতে পারি। 

  সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থী অন্বেষা দত্ত বলেন, দেবীর কাছে প্রার্থনা করেছি করোনা মহামারী দূর হোক-যাতে আমাদের লেখাপড়ায় ক্ষতি না হয়। সেশন জট যেন না হয়। লেখাপড়া সুস্থ গতিতে এগিয়ে যায়। 

  হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে, মা সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা, বিশেষ করে হিন্দু শিক্ষার্থীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com