যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে ঃ ট্র্যাকার

আন্তর্জাতিক ডেস্ক || ২০২২-০২-০৫ ১৩:৪২:৫৮

image

যুক্তরাষ্ট্রে মহামারি করোনায় মৃতের মোট সংখ্যা গত শুক্রবার ৯ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি করোনাভাইরাস ট্র্যাকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। 

  মাত্র দেড় মাস আগে, দেশটিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ছিল আট লাখ।

  সরকারী পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট নতুন সংক্রমণ হ্রাস পাওয়া শুরু করলেও প্রাত্যহিক মৃতের সংখ্যা এখনো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে দুই হাজার চারশ’ মানুষ প্রাণ হারাচ্ছে।

  যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, ‘দেশের কিছু এলাকায় হাসপাতালে রোগি ভর্তির এখনো অনেক চাপ রয়েছে। এসব এলাকায় আমাদের স্বাস্থ্য সেবার সক্ষমতা বাড়ানো হচ্ছে।’

  আমেরিকায় এখনো প্রতিদিন বহু সংখ্যক মানুষ কোভিডে মারা যাচ্ছে কারণ একেবারে সহজলভ্য হওয়া সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর মাত্র ৬৪ শতাংশ সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছে। যদিও আর তাদের টিকাগুলো অনেক বেশি কার্যকরী।

সরকারি পরিসংখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এদিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

  এদিকে শুক্রবার প্রকাশিত এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে মহামারি কোভিডের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কমপক্ষে ৫৭ লাখ মানুষ এ ভাইরাসের বলি হয়েছে।

  তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এক্ষেত্রে প্রকৃত মৃতের সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com