গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

মইনুল হক মৃধা || ২০২২-০২-০৬ ১৩:৪৮:১৫

image

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৬ই ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। 

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, ইউপি চেয়ারম্যানগণ, সরকারী কর্মকর্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

  সভায় নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com