পাংশায় এমপি জিল্লুল হাকিম দম্পতির করোনামুক্তি কামনায় দোয়া মাহফিল

মোক্তার হোসেন || ২০২২-০২-০৭ ১৩:২৬:২৫

image

রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিমসহ পরিবারের সদস্যদের করোনা রোগ মুক্তি কামনায় পাংশা উপজেলায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। 

  গতকাল ৭ই ফেব্রুয়ারী পাংশা উপজেলা আওয়ামী লীগ দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউপিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  পাংশা উপজেলা আওয়ামী লীগ ঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৭ই ফেব্রুয়ারী বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, যশাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবু হোসেন খান, পাংশা উপজেলা কৃষক লীগের সভাপতি ও কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বিশ্বাস (বকুল বিশ্বাস), পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর মাস্টার, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সোরাপ মন্ডল, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম, পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী সরদার, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লাবলু বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মোবায়দুল হক চুন্নু, আফসার উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (রেজা)সহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল কুদ্দুস।

  কসবামাজাইল ইউপি আওয়ামী লীগ ঃ কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার আসরের নামাজের পর এমপি জিল্লুল হাকিম দম্পতির করোনা রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কসবামাজাইল বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  অনুষ্ঠানে কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল(শাম মন্ডল), কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান(পিল্টু জোয়ার্দ্দার), কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, কসবামাজাইল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মোঃ বাচ্চু মিয়া।

  এছাড়া হাবাসপুর ইউপির চর ঝিকড়ী নতুন বাজার জামে মসজিদ, চর ঝিকড়ী মধ্যপাড়া হেফজোখানা ও জামে মসজিদ এবং বাবুপাড়া ইউপিসহ উপজেলার বিভিন্ন মসজিদে এমপি জিল্লুল হাকিম দম্পতির করোনা রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

  চরঝিকড়ী নতুন বাজার জামে মসজিদে দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বশির উদ্দিন মাস্টার, গোলাম মোস্তফা আবুসহ মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ আনোয়ার হোসেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com