রাজবাড়ী সদরের শহীদওহাবপুর ও রামকান্তপুর ইউপির ২টি সদস্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২২-০২-০৭ ১৩:২৭:৪১

image

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ২টি ওয়ার্ড সদস্য পদে গতকাল ৭ই ফেব্রুয়ারী উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

  শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য পদে বড় নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আজিজুল হক(টিউবওয়েল) প্রতীকে ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ফুটবল প্রতীকে ৬৯২ ভোট পান। মোট কাস্টিং(প্রদত্ত) ভোটের সংখ্যা ১হাজার ৪১৭টি। এর মধ্যে ১৩টি ভোট বাতিল হয়। এই উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল। 

  অপরদিকে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পদে বেথুলিয়ার আলহাজ্ব মোঃ সামসুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আজিজুল ইসলাম আপেল প্রতীকে ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হারেজ শেখ টিউবওয়েল প্রতীকে ৬৫৫ ভোট পান। মোট কাস্টিং (প্রদত্ত) ভোটের সংখ্যা ১হাজার ৩৬০টি। এর মধ্যে ১১টি ভোট বাতিল হয়। এই উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com