বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে ‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৭ই ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, রাজবাড়ী বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আজীবন সদস্য রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, প্রতিবন্ধীদের ব্যাপারে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাদেরকে বাড়তি যত্ন ও সুযোগ-সুবিধা দিতে হবে। বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলে তারা সমাজের বোঝা না হয়ে স্বাভাবিক মানুষের মতই অবদান রাখতে পারবে। সরকার প্রতিবন্ধীদের ভাতা প্রদান, চাকুরীতে কোটা নির্ধারণ, বিশেষায়িত চিকিৎসা সেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দিয়েছেন। প্রধানমন্ত্রীর কন্যা অটিজম শিশুদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সকল দেশেই এখন ইশারা ভাষায় খবর পড়া হয়। আমাদের জাতীয় পর্যায়ের অনেক অনুষ্ঠানেও এখন ইশারা ভাষার দোভাষী রাখা হয়।
আলোচনা সভার শেষে জেলা প্রশাসক উপস্থিত শ্রবণ প্রতিবন্ধীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com