রাজবাড়ীতে নতুন আরো ৩০জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার || ২০২২-০২-০৮ ১৩:৩৪:১৭

image

রাজবাড়ী জেলায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।  

 জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ৮ই ফেব্রুয়ারী র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০ জনের রিপোর্ট পজিটিভ হয়। শনাক্তদের মধ্যে ১৯ জন রাজবাড়ী সদর, ৫জন পাংশা, ১জন কালুখালী ও ৫ জন গোয়ালন্দ উপজেলার।    

  এই নিয়ে গতকাল পর্যন্ত রাজবাড়ী জেলায় সর্বমোট ১১হাজার ৪৪৯জনের করোনা শনাক্ত হলো। শনাক্তদের মধ্যে ১০ হাজার ৭০৮ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮১ জন মারা গেছেন। এছাড়া ৬৬৯ জন হোম আইসোলেশনে এবং ১১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com