রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির কলিমহর গ্রামে গতকাল ৮ই ফেব্রুয়ারী সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুল হক মিয়া(৬৫) ও তার পুত্র মাহফুজ মিয়া(২৩) ২জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল হক মিয়াকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কলিমহর বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, কলিমহর বাজারের পাশে আব্দুল হক মিয়ার বাড়ির সামনে তার দখলীয় জমিতে লাগানো ৮টি মেহগনী গাছ রয়েছে। প্রতিপক্ষের লোকজন মেহগনী গাছ কাটতে গেলে আব্দুল হক মিয়া নিষেধ করলে মনিরুল মিয়া ও তার ছেলে আইনুল মিয়া এবং মাকাদ্দেস মিয়ার ছেলে মমিন মিয়াসহ ৫জন পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায়। হামলায় আব্দুল হক মিয়ার ২টি দাঁত ভেঙে গেছে এবং তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে। হামলায় আহত মাহফুজ মিয়া স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। জায়গাজমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com