রাজবাড়ী জেলার গোয়ালন্দে এলজিইডি’তে চাকরী দেয়ার কথা বলে সাড়ে ৫লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে তৌহিদুল ইসলাম শুভ(২৬) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম শুভ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। প্রতারণার শিকার একই ইউনিয়নের(উজানচর) চর ফকিরাবাদ গ্রামের আলম শেখ(২১) এর পিতা সিদ্দিক শেখ বাদী হয়ে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা (নং-৯, তারিখ-০৮/০২/২০২২ ইং, ধারাঃ ১৭০/৪১৯/৪২০/৪০৬ পেনাল কোড) দায়ের করলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার অভিযোগ সূত্রে প্রকাশ, তৌহিদুল ইসলাম শুভ এলজিইডিতে উচ্চ পদে চাকরী করার মিথ্যা কথা বলে আলম শেখকে এলজিইডিতে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গতকাল ৮ই ফেব্রুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com