রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

আসাদুজ্জামান নুর || ২০২২-০২-০৮ ১৩:৪৯:৫৪

image

রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ৮ই ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা। জেলা প্রশাসক আবু কায়সার খান আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। 

  শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন ঃ খানগঞ্জ ইউপির শরিফুর রহমান সোহান, মিজানপুর ইউপির টুকু মিজি, শহীদওহাবপুর ইউপির নূর মোহাম্মদ ভুঁইয়া, মূলঘর ইউপির ওয়াহিদুজ্জামান শেখ ওহিদ, চন্দনী ইউপির আব্দুর রব, বরাট ইউপির কাজী শামসুদ্দিন, পাঁচুরিয়া ইউপির মজিবর রহমান রতন, খানখানাপুর ইউপির একেএম ইকবাল হোসেন, বসন্তপুর ইউপির জাকির সরদার, আলীপুর ইউপির আবু বক্কর ছিদ্দিক, সুলতানপুর ইউপির আশিকুর রহমান সচিব, রামকান্তপুর ইউপির রাজীব মোল্লা বাবু, দাদশী ইউপির দেলোয়ার শেখ দেলো এবং বানীবহ ইউপির শেফালী আক্তার।

  চেয়ারম্যানদের শপথ গ্রহণের পর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এবং স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় আলোচনা পর্বে জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে মূলঘর ইউপির শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, শহীদওহাবপুর ইউপির নূর মোহাম্মদ ভূঁইয়া ও খানখানাপুর ইউপির একেএম ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

  জেলা প্রশাসক আবু কায়সার খান তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। আমরা যারা সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি তারা সবাই সরকারেই লোক। ইউনিয়নের যাবতীয় কার্যক্রম আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। ইউনিয়নের সবাই যাতে করোনার টিকা গ্রহণ করে সে ব্যাপারে বিশেষভাবে সচেষ্ট থাকবেন। এটা আপনাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কারণ সরকার জনগণের করের টাকায় এ জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। এ ব্যাপারে আপনারা মসজিদ-মন্দিরের ইমাম-পুরোহিতদের সাথে কথা বলবেন যাতে তারা করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতামূলক বক্তব্য রেখে সবাইকে উদ্বুদ্ধ করেন। এছাড়া ইউপি সদস্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ঠিকমতো কাজে লাগাবেন। যেকোনো সমস্যায় ইউএনও’র সাথে যোগাযোগ করবেন। দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে প্রটোকল মেনে চলবেন। বাইরে গেলে অবশ্যই ইউএনও’কে অবগত করে যাবেন। 

  সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা বলেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবসময় সচেষ্ট থাকবেন। স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন। যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবেন। 

  শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া বলেন, বিদায়ী চেয়ারম্যানদের মধ্যে অনেকের পরাজিত হওয়ার মূল কারণ জন্ম নিবন্ধন সম্পর্কিত জটিলতা। এই জটিলতার জন্য জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 

  আলোচনা পর্বের শেষে জেলা প্রশাসক আবু কায়সার খান শপথ গ্রহণকারী চেয়ারম্যানদের সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 

  এ সময় রাজবাড়ী সদর উপজেলার নবাগত সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, জেলা প্রশাসনের নবাগত সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদগুলোর সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  উােএাখ্য, চতুর্থ ধাপে গত ২৬শে ডিসেম্বর (২০২১) রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা ৬টি ইউপিতে (১টিতে বিনা  প্রতিদ্বন্দ্বিতায়), বিএনপি সমর্থিত  স্বতন্ত্র প্রার্থীরা ৩টি ইউপিতে, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা ২টি ইউপিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি ইউপিতে নির্বাচিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com