ফরিদপুর শহর রক্ষা বাঁধে ধস॥তীব্র বেগে লোকালয়ে ঢুকছে পদ্মার পানি

মাহবুব হোসেন পিয়াল || ২০২০-০৭-১৯ ১৪:২৪:৪৩

image

ফরিদপুরে পদ্মা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তা বিপদসীমার ১০৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
   পদ্মা নদীতে এই পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গতকাল ১৯শে জুলাই ফরিদপুর শহর রক্ষা বাঁধের সাদিপুর এলাকায় ৫০ মিটার ধসে যাওয়ায় শহরতলীর লোকালয়ে তীব্র বেগে ঢুকে পড়েছে পদ্মার পানি। এর ফলে জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সড়কটি ধসে প্লাবিত হয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির তোড়ে ৫/৬টি বসত বাড়ী বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছ পালা। তবে এর আগেই ওই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় বন্ধ করে দেয়া হয় ভারী যান চলাচল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com