রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ভিপি বকুলের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান নুর || ২০২২-০২-১০ ১৩:২২:০২

image

রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ও ভিপি খায়রুল আনাম বকুলের মুক্তির দাবীতে জেলা যুবদলের একাংশের আয়োজনে গতকাল ১০ই ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

  সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি। এ সময় তিনি বলেন, জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গত ৬ই ফেব্রুয়ারী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নেতাদের সাথে আমাদের একটি বৈঠক ছিল। বৈঠক শেষে আমরা যখন রাজবাড়ী ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই পুলিশ বিনা উস্কানীতে আমাদের উপর হামলা চালায় এবং অন্যান্য নেতাকর্মীদের সাথে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ভিপি খায়রুল আনাম বকুলকে গ্রেফতার করে পল্টন থানায় নিয়ে যায়। এরপর মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করে এবং জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে। আমরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং  অবিলম্বে তাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। তাকে মুক্তি দেওয়া না হলে জেলায় বৃহত্তর যুব-আন্দোলন গড়ে তোলা হবে।

  সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্ম-আহ্বায়ক মুরাদ আল রেজা, মনোয়ার হোসেন মন্টু, সোহেল মন্ডল, এস.এম কাওছার মাহমুদ, জাহিদুর রহমান রুবেল, সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পাংশা উপজেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরদার, রাজবাড়ী পৌর শাখার সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার, গোয়ালন্দ পৌর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলো, বালিয়াকান্দি উপজেলা শাখার সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, কালুখালী উপজেলা শাখার সদস্য সচিব ডাঃ জাকির হোসেন ও যুবদল নেতা গাজী মাসুদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, একই দাবীতে জেলা যুবদলের আরেক অংশের উদ্যোগে গত ৯ই ফেব্রুয়ারী বিকালে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com