বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরী পারাপার ব্যাহত॥দুর্ভোগ

মইনুল হক মৃধা || ২০২২-০২-১০ ১৩:৩০:৩৯

image

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী পারাপার ব্যাহত হচ্ছে। এতে এই রুটের যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

  গতকাল ১০ই ফেব্রুয়ারী সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগ বেড়েছে। ফেরী ঘাটের সংযোগ সড়কগুলোতে কাদাপানি জমে পিচ্ছিল হয়ে রয়েছে। এতে ফেরীতে যানবাহন ওঠানামা ব্যাহত হচ্ছে। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফেরী ঘাটের সংযোগ সড়কসহ পন্টুন অতিরিক্ত পিচ্ছিল হওয়ায় ফেরীতে লোড-আনলোডে অনেক সময় লাগছে। এর ফলে কিছু সংখ্যক যানবাহনকে ফেরীর জন্য অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরী চলাচল করছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com