রাজবাড়ীতে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।
এতে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক সজিব বিশ^াস, সদস্য সচিব আঃ নাঈম, সদস্য জয়নাল আবেদনী, বাসনা রানী, মাসুদুর রহমান, রইচ উদ্দিন ও আঃ বারেক খানসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরিকরণে এক আবেদনে স্ব স্ব নীতিমালা অনুসারে কোটা বিহীন সকল নিবন্ধনধারীদের প্যানেল ভিক্তিক নিয়োগ ব্যবস্থা করার দাবী জানান মানববন্ধনকারীরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com