রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২২-০২-১১ ১৩:০৫:৩২

image

রাজবাড়ী থানা পুলিশের একটি দল গত ১০ই ফেব্রুয়ারী রাতে শহরের সজ্জনকান্দা চরপাড়া এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
  গ্রেফতারকৃতরা হলো- সজ্জনকান্দা চরপাড়া এলাকার টাবলু বিশ্বাসের ছেলে পিয়াল বিশ্বাস(২৬) ও কুদ্দুস শেখের ছেলে রমজান শেখ(২৭)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১১ই ফেব্রুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
  রাজবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে পিয়াল বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ১০টি মামলা বিচারাধীন আছে। অপরজন রমজান তার সহযোগী।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com