বালিয়ান্দি উপজেলার নারুয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে গত ১৪ই ফেব্রুয়ারী সকালে নারুয়া ইউনিয়নের চর ঘিকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘মানবতার মাতৃসদন যুব সংঘ’।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি সদস্য আবজাল হোসেন, সংগঠনের সভাপতি হাসান আলী, সহ-সভাপতি জনাব আলী, সাধারণ সম্পাদক শামীম হোসেন, প্রবাসী মোতাহার হোসেন ও চর ঘিকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com